রিং আইডির মালিককে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেওয়া হবে

  11-10-2021 03:56PM

পিএনএস ডেস্ক : ই-কমার্স প্লাটফর্ম রিং আইডির মালিক কানাডা প্রবাসী শরিফ ইসলাম ও আইরিন ইসলামকে দেশে ফেরাতে ইন্টারপোলের সহযোগিতা নেবে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আজ সোমবার সিআইডির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক কামরুল আহসান জানান, রিং আইডির প্রায় ২০০ কোটি টাকা বাংলাদেশ ব্যাংক জব্দ করেছে। তবে হাতিয়ে নেওয়া টাকার পরিমাণ আরও অনেক। সেই অর্থ কোথায় জমা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

সিআইডির কর্মকর্তারা জানান, কয়েক ধাপে জালিয়াতি করছিল রিং আইডি। বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপন তারা প্রচার করত। ওই বিজ্ঞাপন দেখলে গ্রাহকেরা টাকা পাবেন এই লোভ দেখায় তারা। প্রথম দিকে টাকা দিলেও পরে আর গ্রাহকেরা টাকা পাননি।

গতকাল রোববার রাজধানীর কামরাঙ্গীরচর এলাকার বড়গ্রাম এলাকা থেকে রিং আইডির অন্যতম এজেন্ট মো. রেদোয়ান রহমানকে গ্রেপ্তার করা হয় সিআইডি। এর আগে ২০১৬ সালে বিটিআরসির অভিযোগের পরিপ্রেক্ষিতে রিং আইডির মালিক শরিফ ইসলাম ও আইরিন ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন