ফিরছেন সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা

  19-10-2021 12:54PM


পিএনএস ডেস্ক : বৈরী আবহাওয়ার কারণে নৌযান চলাচল বন্ধ থাকায় সেন্টমার্টিনে আটকে পড়া তিন শতাধিক পর্যটক টেকনাফে ফিরছেন।

মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ১৪টি ট্রলারে করে তারা সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা করেন। এর মধ্য সকাল সাড়ে ১০টার দিকে ৫০ জনের যাত্রীবাহী একটি ট্রলার পৌরসভার কায়ুকখালী ঘাটে পৌঁছায়।

সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা তারেক আহমেদ বলেন, ‘আবহাওয়া ভালো থাকায় মঙ্গলবার সকাল থেকে দ্বীপে আটকা পড়া পর্যটকরা ফিরতে শুরু করেছেন। এর আগে নৌযান চলাচল বন্ধ থাকায় ভ্রমণে গিয়ে সেন্টমার্টিনে আটকা পড়েন তিন শতাধিক পর্যটক। তারা যাতে ঠিকভাবে টেকনাফ পৌঁছাতে পারেন সেই বিষয়ে কাজ চলছে।’

সেন্টমার্টিন বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম বলেন, ‘মঙ্গলবার সকাল ৭টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৪টি ট্রলারে চারশ’র বেশি মানুষ সেন্টমার্টিন ছেড়েছেন। তার মধ্য তিনশ’ পর্যটক ছিলেন। যারা বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে দুই দিন ধরে আটকা ছিলেন।’

এদিকে, গাজীপুর থেকে আসা পর্যটক মাহমুদুল হাসান বলেন, ‘আবহাওয়া খারাপ থাকায় সোমবার কোনো বোট ছাড়েনি। এতে অনেকেই দ্বীপ থেকে ফিরতে পারেননি। আমার মতো যারা চাকরিজীবী তাদের জন্য বিপদ। অফিস থেকে ছুটি নিয়ে এসেছিলাম। কিন্তু সময় মতো ঢাকায় পৌঁছাতে পারলাম না। আর এখানে আটকে পড়ার কারণে খরচও বেশি হয়েছে।'

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন