হাসপাতালে আগুন: কোভিড থেকে সাধারণ আইসিইউ করা হচ্ছিল

  21-10-2021 03:53PM

পিএনএস ডেস্ক : রাজধানীর মুগদা হাসপাতালের নতুন ভবনের ছয়তলায় ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতাল ভবনের ছয় তলায় এ আগুন লাগে বলে জানা গেছে।

যে আইসিইউতে আগুন লেগেছে সেটি হাসপাতালে ১৪ শয্যার একটি আইসিইউ। সম্প্রতি কোভিড আইসিও হিসেবে ব্যবহার হচ্ছিল। কোভিড রোগীর চাপ কমে যাওয়ায় এটিকে সাধারণ আইসিইউ তে পরিণত করার প্রক্রিয়া চলছিল।

সরেজমিনে এসব তথ্য জানিয়েছেন প্রত্যক্ষদর্শী স্টাফ নার্স রুমা বিশ্বাস।

তিনি জানান, গত এক সপ্তাহ ধরে সেখানে কোনো রোগী ছিল না। ফ্যামিলিকেসন বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছিল। আশেকানে পাঁচজন নার্সসহ কয়েকজন কর্মী কাজ করছিলেন। এ সময় ক্যাথল্যবে বিস্ফোরণে আগুন ধরে যায়। বাইরে কোথাও আগুন ছড়ায় নেই তবে বিস্ফোরণে ধোঁয়ায় কাচ ভেঙে গেছে, ক্ষতিগ্রস্ত হয়েছে।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন