শাহবাগ মোড় ফের অবরোধ হিন্দু পরিষদের

  22-10-2021 06:10PM

পিএনএস ডেস্ক : সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বাংলাদেশ হিন্দু পরিষদ। শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা।

এ সময় এলিফ্যান্ট রোড থেকে গুলিস্তান, ফার্মগেট থেকে গুলিস্তান, গুলিস্তান থেকে এলিফ্যান্ট রোড, গুলিস্তান থেকে ফার্মগেট রোডে যানবাহন চলাচল বন্ধ থাকে। এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলমান।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘জাগো রে! জাগো রে! জাগো! হিন্দু জাগো!’, ‘জিহাদীদের আস্তানা, ভেঙে দাও, ঘুড়িয়ে দাও!’, ‘মৌলবাদের আস্তানা, ভেঙে দাও, ঘুড়িয়ে দাও!’, ‘দুনিয়ার হিন্দু, এক হও, লড়াই কর!’, ‘মন্দিরে হামলা কেন, প্রশাসন জবাব চাই!’, ‘তোমার আমার ঠিকানা, পদ্মা-মেঘনা-যমুনা’, ‘তুমি কে? আমি কে? বাঙালি, বাঙালি!’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।

এ সময় সন্ধ্যা ৬টায় মশাল মিছিলের মাধ্যমে অবরোধ কর্মসূচি শেষ হবে বলে সমাবেশে ঘোষণা দেন তারা।

পিএনএস/জে এ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন