স্বাধীনতার ৫০ বছর উদযাপনের সময় বাড়াল সরকার

  22-11-2021 03:27PM

পিএনএস ডেস্ক: দেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপনের সময় বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোমবার (২২ নভেম্বর) মন্ত্রিপরিষদ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এর আগে স্বাধীনতার ৫০ বছর উদযাপনের জন্য বছরব্যাপী অনুষ্ঠান করার উদ্যোগ নিয়েছিল সরকার। কিন্তু করোনা মহামারির কারণে অনেক আয়োজনই সংক্ষিপ্ত করা হয়। এবার সেই আয়োজনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিল সরকার।

মন্ত্রিপরিষদ সচিব জানান, স্বাধীনতার ৫০ বছর উদযাপনের অনুষ্ঠান আগামী বছরের (২০২২ সাল) মার্চ পর্যন্ত বাড়বে। তবে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে ঘোষিত মুজিববর্ষের মেয়াদ বাড়ানোর বিষয়ে কোনো আলোচনা হয়নি।

পিএনএস/আইএইচ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন