পরিবহন মালিকদের ৮০ শতাংশ গরিব: এনায়েত উল্লাহ

  27-11-2021 09:45PM

পিএনএস ডেস্ক: ঢাকায় চলাচলকারী পরিবহনমালিকদের ৮০ শতাংশ গরিব বলে মন্তব্য করেছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্লাহ।

শিক্ষার্থীদের জন্য বাসে অর্ধেক বা হাফ ভাড়া চালুর বিষয়ে এনায়েত উল্লাহ বলেন, শুধু বাস দিয়ে অনেকেই নিজের সংসার চালান। এমন অবস্থায় বেসরকারি বাসে হাফ ভাড়া নেয়ার কোনো সুযোগ নেই।

শনিবার (২৭ নভেম্বর) রাজধানীর বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) কার্যালয়ে কর্তৃপক্ষ এবং পরিবহনমালিক ও শ্রমিকনেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেই এসব কথা বলেন খন্দকার এনায়েত উল্লাহ।

বিআরটিএ এবং পরিবহনমালিক ও শ্রমিকদের মধ্যে দুই দফা বৈঠক হলেও বাসে হাফ ভাড়া নিয়ে এখনো কোনও সিদ্ধান্ত হয়নি।

পরিবহনমালিক নেতারা দাবি করেন, শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়ার কোন নিয়ম বা বিধান নেই। মূলত শিক্ষার্থীদের সঙ্গে ঝামেলা এড়াতে অনেক বাস মালিক হাফ ভাড়া নেন। সরকারিভাবে সিদ্ধান্ত হলে সবাইকে হাফ ভাড়া নিতে হবে।

বৈঠকে এনায়েত উল্লাহ বলেন, হাফ ভাড়া চালুর জন্য সময়ের প্রয়োজন। টাস্কফোর্স গঠন করতে হবে। যেখানে হাফ ভাড়ায় ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে।

শিক্ষার্থীদের দাবির যৌক্তিক সমাধানে প্রচেষ্টা অব্যাহত আছে বলেও জানান এ পরিবহনমালিক নেতা।

পিএনএস/আইএইচ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন