‘লঞ্চে ধূমপান বন্ধে পদক্ষেপ নেওয়া হবে’

  15-01-2022 06:55PM

পিএনএস ডেস্ক: লঞ্চে ধূমপান বন্ধে সতর্কীকরণ পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

শনিবার (১৫ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, উন্নত দেশে মানুষ আইন-বিধিনিষেধ সহজেই মেনে চলে। মানুষকে আইন নিয়ম-কানুন মানাতে আমাদের দেশের জন্য কঠিন হয়ে পড়ে। আমাদের সে ধরনের প্ল্যাটফর্ম নেই। আমরা সেটা তৈরি করতে পারিনি।

তিনি বলেন, বর্তমানে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী হয়েছে। এখন খাদ্যের অভাব নেই। মঙ্গা নেই। গ্রামে চা-কফি পাওয়া যায়। অর্থনীতি শক্তিশালী হচ্ছে। বাংলাদেশ এখন যেকোনো চ্যালেঞ্জ নিতে পারে- সে সক্ষমতা হয়েছে।

তিনি আরও বলেন, আগে এক কিলোমিটার রাস্তা তৈরির জন্য বিদেশিদের কাছে ধরনা দিতে হতো, অর্থমন্ত্রীরা সাহায্যের জন্য বছরের বেশির ভাগ সময় দেশের বাইরে থাকতেন। এখন সেই অবস্থা নেই। অনেক উন্নয়ন হচ্ছে। আমরা পারমাণবিক ক্লাবে যুক্ত হয়েছি।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন