দুই বিভাগীয় কমিশনার, ৫ ডিসি করোনায় আক্রান্ত

  17-01-2022 05:58PM

পিএনএস ডেস্ক: দুই বিভাগীয় কমিশনার ও পাঁচ জেলা প্রশাসক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন উপলক্ষে করা নমুনা পরীক্ষায় তাদের রিপোর্ট করোনা পজিটিভ আসে।

সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে জেলা প্রশাসক সম্মেলন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, ‘ডিসিদের আমরা নির্দেশনা দিয়েছি, তাদের গানম্যান, গাড়িচালকসহ যারা সঙ্গে আসবেন, সবাইকে অবশ্যই আরটিপিসিআর পরীক্ষা করে আসতে হবে। এরই মধ্যে দুজন বিভাগীয় কমিশনার এবং পাঁচজন জেলা প্রশাসকের নমুনায় করোনা শনাক্ত হয়েছে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, রাজশাহী ও বরিশালের বিভাগীয় কমিশনার এবং কক্সবাজার, রাজশাহী, পটুয়াখালী, লক্ষ্মীপুর ও চুয়াডাঙ্গার ডিসি করোনা পজিটিভ হয়েছেন।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) শুরু হচ্ছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন