৩০ জুনের মধ্যে ঝুলন্ত তার অপসারণের নির্দেশ ডিএনসিসির

  26-01-2022 02:34AM

পিএনএস ডেস্ক: ঢাকার উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকা থেকে সকল ধরণের ঝুলন্ত তার আসছে ৩০ জুনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার বিকেলে ডিএনসিসি নগর ভবনের সভাকক্ষে আয়োজিত এক সভায় মেয়র এই নির্দেশ দেন। নির্দেশনা না মানলে ডিএনসিসি কর্তৃপক্ষ থেকেই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

এসময় তিনি বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে নগরের সকল ঝুলন্ত তার মাটির নিচ দিয়ে স্থানান্তরিত করতে হবে। ভূগর্ভস্থ তার সংযোগ নিয়ে কর্তৃপক্ষের নির্দেশনা থাকলেও তা অনুসরণ করছে না কেউ বলেই নগরের সর্বত্র এখনও বিশৃঙ্খলভাবে কেবল লাইনের তার এবং ইন্টারনেটের সংযোগ দেখা যায়।

ঝুলন্ত তার বাদেও সভায় নগরের রাস্তার খননকাজের ব্যাপারেও আলোচন হয়। এ ব্যাপারে মেয়র আতিক বলেন, রাস্তা খননকার্যের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।

এছাড়াও আগামী বুধবার (২৬ জানুয়ারী) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল রাস্তা খননের কাজ স্থগিত রাখতে হবে বলেও জানান আতিকুল ইসলাম।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন