বৃষ্টি হলেই কমবে ভ্যাপসা গরম : আবহাওয়া অধিদপ্তর

  19-05-2022 01:12PM

পিএনএস ডেস্ক : গরমে নাকাল পুরো দেশের মানুষ। তবে দেশে পুরোদমে বৃষ্টি শুরু না হওয়া পর্যন্ত ভ্যাপসা গরম অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৯ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, বর্ষা শুরু অথবা পুরোদমে বৃষ্টি শুরুর আগ পর্যন্ত আপাতত ভ্যাপসা গরম অনুভূত হবে। তবে বৃষ্টির পরিমাণ বাড়লেই তা চলে যাবে এবং যেখানে বৃষ্টি হবে না, সেখানে ভ্যাপসা গরম অনুভূত হবে।

তিনি বলেন, এই সময়ের আবহাওয়ার বৈশিষ্ট্যই এমন। এই সময় বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ অন্যান্য সময়ের চেয়ে বেশি থাকে। কারণ বর্তমানে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প দেশের বাতাসে প্রবেশ করছে। যার ফলে তাপমাত্রা সহনীয় পর্যায়ে থাকলেও গরম বেশি মনে হচ্ছে। বৃষ্টি হলে কমবে আবার বৃষ্টি না থাকলে বাড়বে ভ্যাপসা গরম।

এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সর্বশেষ রেকর্ড অনুযায়ী দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। আগামী পাঁচদিন দেশের আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন