পদ্মা সেতুর জাজিরা প্রান্তে বাইকারদের সড়ক অবরোধ

  27-06-2022 02:25PM


পিএনএস ডেস্ক : পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সড়ক অবরোধ করে রেখেছে বাইকাররা। আজ বুধবার দুপুরে তারা সড়ক অবরোধ করেন। এখনো অবরোধ অব্যাহত আছে। এতে পদ্মা সেতুতে যান চলাচল ব্যাহত হচ্ছে।

বাইকাররা জানান, চাকরি-ব্যবসার কাজে তাদের প্রতিদিন ঢাকায় যাতায়াত করতে হয়। কিন্তু আজ সোমবার সকাল থেকে মোটরসাইকেল চালকদের পদ্মা সেতুতে উঠতে দেওয়া হচ্ছে না। এতে চাকরিজীবীরা চাকরিতে যোগ দিতে পারছেন না। যারা ব্যবসা করেন তারাও ব্যবসার কাজে ঢাকা যেতে পারছেন না। এতে করে তারা ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

উল্লেখ্য, পদ্মা সেতুতে গতকাল রবিবার ভোর থেকে যান চলাচল শুরু হয়। প্রথম দিনে ৫১ হাজার ৩১৬টি যানবাহন চলাচল করেছে। আজ সোমবার সকাল পর্যন্ত টোল আদায় করা হয়েছে ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বাসেক) এ তথ্য জানিয়েছে।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন