পিএনএস ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, সমাজে এখন নতুন রোগ দেখা দিয়েছে টিকটক। সোমবার (২৭ জুন) জাতীয় প্রেসক্লাবের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘এখন একটা নতুন রোগ দেখা দিয়েছে, সেটার নাম টিকটক। টিকটকের কী পরিমাণ অপব্যবহার হয় তা আপনারা দেখেছেন। পদ্মা সেতু নিয়ে ভাইরাল হয়ে গেছে। পুরা দেশ কাঁপিয়ে দেওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়েছে।
অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধ করা প্রসঙ্গে মোস্তাফা জব্বার জানান, অনিবন্ধিত নিউজ পোর্টালের ওয়েবসাইট বন্ধ করে ফেসবুকে কার্যক্রম চালায় তারা। ফেসবুকে ভিডিও প্রচারণা বন্ধ করলে সেটা ইউটিউবে প্রচার করে।
জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসিন প্রমুখ।
পিএনএস/আলাউদ্দিন
সমাজে নতুন রোগের নাম টিকটক : মোস্তাফা জব্বার
28-06-2022 03:18PM
