আজও দৈনিক শনাক্ত ২ হাজারের ওপরে, মৃত্যু ৩

  28-06-2022 04:55PM

পিএনএস ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মারা গেছেন ৩ জন। একই সময়ে শনাক্তের হার বেড়ে হয়েছে ১৫.৪৭ শতাংশ হয়েছে। একই সময়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে।

এর আগের ২৪ ঘণ্টায় শনাক্তের হার ছিল ১৫.২০ শতাংশ ও ২ হাজার ১০১ জনের করোনা শনাক্ত এবং ২ জনের মৃত্যু হয়েছিল।

আজ মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ নিয়ে দেশে এ পর্যন্ত ১৯ লাখ ৬৯ হাজার ৩৬১ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯ হাজার ১৪৫ জন।

গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৮৯টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৪৭ শতাংশ।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২০০ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৭ হাজার ৬৭ জন।

সুস্থতার হার ৯৬ দশমিক ৪৪ শতাংশ এবং মৃত্যুহার ১ দশমিক ৪৮ শতাংশ।

২৪ ঘণ্টায় শনাক্তদের মধ্যে ১ হাজার ৮৯৩ জন ঢাকা বিভাগের, ১১২ জন চট্টগ্রাম বিভাগের, ১১ জন রাজশাহী বিভাগের, ১৫ জন ময়মনসিংহ বিভাগের, ২১ জন বরিশাল বিভাগের, ২১ জন খুলনা বিভাগের, ৬ জন সিলেট বিভাগের এবং ৮ জন রংপুর বিভাগের।

পিএনএস /এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন