সৌদি পৌঁছেছেন অর্ধলাখ হজযাত্রী

  02-07-2022 08:48PM

পিএনএস ডেস্ক : পবিত্র হজ পালনের উদ্দেশে চলতি বছর ১ জুলাই দিবাগত রাত ২টা পর্যন্ত ৫০ হাজার ২১৮ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৮৫ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৪৬ হাজার ৮৩৩ জন। হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

হজযাত্রীরা মোট ১৩৯টি ফ্লাইটে সৌদি গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ৭৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৫৩টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ৯টি।

সরকারের সর্বশেষ হজ বুলেটিনে বলা হয়েছে, বাংলাদেশ হজ আইটি দল বাংলাদেশি হজযাত্রীদের সুবিধার্থে প্রতি বছরই মিনা এবং আরাফাতের মানচিত্র তৈরি করে থাকেন। তারই ধারাবাহিকতায় এবারও মিনা এবং আরাফাতের মানচিত্র প্রস্তুত করার লক্ষ্যে বাংলাদেশ হজ আইটি দল শুক্রবার সরজমিনে আরাফাতের তাবুগুলো পরিদর্শন করেন।।

এবছর ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার জন (রাষ্ট্রীয় খরচ ও গাইডসহ), অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় কোটা ৫৩ হাজার ৫৮৫ জন।

হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন