পিএনএস ডেস্ক : পুরান ঢাকার বংশালে সড়কে ভিক্টোরিয়া পরিবহণের একটি চলন্ত বাসে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগার ঘটনা ঘটেছে।এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বাসটির পেছনের দিকে ক্ষতিগ্রস্ত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা বাসের আগুন নিয়ন্ত্রণ আনে।
রোববার রাত সাড়ে ৮টার দিকে সৈয়দ নজরুল ইসলাম স্মরণীর সুরিটোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
বংশাল থানার এসআই মামুনুর রশিদ জানান, রোববার রাত সাড়ে আটটার দিকে ভিক্টোরিয়া পরিবহণের একটি গাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। এ সময় ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় বাসটির আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যান্ত্রিক ত্রুটিতে বাসটিতে আগুন ধরেছে বলে প্রাথমিকভাবে জানা যায়। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
পিএনএস/এমবিবি
বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চলন্ত বাসে আগুন
31-07-2022 10:38PM
