পিএনএস ডেস্ক : গ্যাসের পাইপ লাইনের জরুরি সংস্কার কাজের জন্য শনিবার রাজধানীর বিভিন্ন এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছে।
এতে বলা হয়, শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শ্যামপুর, পোস্তগোলা, দোলেশ্বর, জিনজিরা, হাসনাবাদ, পানগাঁও, শুভাড্ডা, ইকুরিয়া, চনকুটিয়া, কদমতলী, কালিন্দ, আগানগর এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে এবং আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।
গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
পিএনএস/আনোয়ার
আজ রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
06-08-2022 09:39AM
