লঞ্চ ভাড়া দ্বিগুণের প্রস্তাব, দুপুরে বৈঠক

  08-08-2022 11:50AM


পিএনএস ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় লঞ্চের ভাড়া দ্বিগুণ করার প্রস্তাব দিয়েছে লঞ্চ মালিক সমিতি। এ ব্যাপারে আজ সোমবার দুপুরে নৌ মন্ত্রণালয়ে সচিবের সাথে বৈঠকে বসবে তারা।

লঞ্চ মালিক সমিতির নেতা সিদ্দিকুর রহমান পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বলেন, লঞ্চ ভাড়া ১০০ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছি। সোমবার দুপুর ১২টায় নৌ মন্ত্রণালয়ে লঞ্চ মালিক সমিতির নেতারা এ নিয়ে আলোচনায় বসবেন।

প্রস্তাব অনুযায়ী ভাড়া দ্বিগুণ করা হলে প্রতি কিলোমিটারে নতুন ভাড়া হবে চার টাকা ৬০ পয়সা, আগে যা ছিল দুই টাকা ৩০ পয়সা। এছাড়া পরবর্তী ১০০ কিলোমিটারের ক্ষেত্রে কিলোমিটারপ্রতি ভাড়া নেয়া হচ্ছে দুই টাকা, যা বাড়িয়ে চার টাকা করার প্রস্তাব করেছেন লঞ্চ মালিকরা।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন