ঢাকা-চট্টগ্রামে ২৪ মামলায় ৭০ হাজার টাকা জরিমানা

  09-08-2022 08:17PM

পিএনএস ডেস্ক : ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে অতিরিক্ত ভাড়া আদায় করায় ৭০ হাজার টাকা জরিমানা করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৯ আগস্ট) অতিরিক্ত ভাড়া আদায় করায় ঢাকায় ১০টি আদালতে ১৭টি মামলায় ৫৬ হাজার টাকা ও চট্টগ্রাম শহরে ২টি আদালতে ৭টি মামলায় ১৪ হাজার টাকা টাকা জরিমানা আদায় করা হয়।

এ ছাড়া অতিরিক্ত ভাড়া আদায়, রুট ভায়োলেশন, রুট পারমিটবিহীন, ফিটনেসবিহীন, হাইড্রোলিক হর্নসহ অন্যান্য অপরাধের দায়ে ঢাকা ও চট্টগ্রামে ১২টি আদালতে ৮৮টি মামলায় মোট ২ লাখ ৫৮ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন