ডেঙ্গু: ২৪ ঘণ্টায় হাসপাতালে ৫৩ রোগী

  12-08-2022 08:52PM

পিএনএস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ৫৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ৩ জন ঢাকার বাইরের।

এ নিয়ে চলতি বছর দেশে মোট ৩ হাজার ১৮৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হলেন এবং মারা গেছেন ১৬ জন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।

বর্তমানে হাসপাতালে ৩৪৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে ৭২ জন ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন।

এখন পর্যন্ত মোট ৩ হাজার ১৮৯ জন রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন