১০ গাড়িচালকের নিয়োগ বাতিল করলো ডিএনসিসি

  12-08-2022 09:32PM

পিএনএস ডেস্ক : ১০ জন গাড়িচালকের তথ্যগত গরমিলের প্রমাণ পাওয়ায় তাদের নিয়োগ আদেশ বাতিল করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অস্থায়ী ভিত্তিতে ভারী গাড়ি চালক (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগ দেয়া হয়েছিলো তাদের।

শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক।

তিনি জানান, অস্থায়ী ভিত্তিতে ভারী গাড়িচালক (শিক্ষানবিশ) হিসেবে নিয়োগকৃত ১০ জন চালকের তথ্যগত গরমিল থাকায় নিয়োগ আদেশের শর্ত ১(৫) ও ১(চ) মোতাবেক তাদের জন্য প্রযোজ্য নিয়োগ আদেশ বাতিল করা হয়েছে। এছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের অন্য কোনো কাজে তাদের সম্পৃক্ত করা যাবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

নিয়োগ আদেশ বাতিল হওয়া ওই ১০ ভারী গাড়িচালকদের মধ্যে রয়েছেন, আয়নাল হোসেন, সোহেল রানা, রাসেল হোসেন, দিদার মোহাম্মদ হেলাল, আরিফ হোসেন, আবুল বাসার, মাসুদ রানা, আনিচুর রহমান, মো. ইব্রাহিম এবং শাহাদাত হোসেন।

পিএনএন/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন