ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ১১৬

  14-08-2022 05:16PM



পিএনএস ডেস্ক : গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এ সময়ে ১১৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (১৪ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে, শনিবার (১৩ আগস্ট) ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু না হলেও ৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালে ৭০ জন এবং ঢাকার বাইরের হাসপাতালে ৪৬ জন চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৮৭ জন চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ঢাকার হাসপাতালগুলোতে ৩১৪ জন এবং ঢাকার বাইরে ৭৩ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এখন পর্যন্ত ৩ হাজার ৭৫৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৫৬ জন। এখন পর্যন্ত মারা গেছেন ১৬ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ২৮ হাজার ৪২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু।

পিএনএস/আলাউদ্দিন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন