বেনজীর আহমেদকে অস্ত্রধারী দেহরক্ষী প্রদানের নির্দেশ

  29-09-2022 04:05PM

পিএনএস ডেস্ক : বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ আগামীকাল শুক্রবার (৩০ সেপ্টেম্বর) অবসরে যাচ্ছেন। নিরাপত্তাজনিত কারণে অবসরের পরও তিনি অস্ত্রধারী পুলিশের নিরাপত্তা পাবেন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে পুলিশকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, আইজিপি ড. বেনজীর আহমদের অবসর প্রস্তুতিজনিত ছুটিকালে তার নিরাপত্তা প্রদানের লক্ষ্যে গাড়িসহ ১/৬ ফর্মেশনে সাদা পোশাকে এস্কর্ট, অস্ত্রসহ ইউনিফর্মধারী দুজন সার্বক্ষণিক দেহরক্ষী থাকবে। পাশাপাশি (বাড়ির নিরাপত্তায়) ১/৩ ফর্মেশনে হাউজগার্ড সার্বক্ষণিকভাবে মোতায়েন থাকবে।

আইজিপি বেনজীর আহমেদ অবসর নেওয়ায় তার স্থলাভিষিক্ত হবেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন