পিএনএস ডেস্ক : পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করেছে সরকার। আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) তাদের বদলিসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ।
প্রজ্ঞাপন থেকে জানা যায়, গাইবান্ধার এসপি মুহাম্মদ তৌহিদুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার এসপি মোহাম্মদ আনিসুর রহমানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার করা হয়েছে।
সিআইডির বিশেষ পুলিশ সুপার কামাল হোসেনকে গাইবান্ধার এসপি করা হয়েছে। আর গাজীপুর মহানগর পুলিশের (জেএমপি) উপকমিশনার মোহাম্মদ শাখাওয়াত হোসেনকে ব্রাহ্মণবাড়িয়ার এসপি করা হয়েছে।
পিএনএস/এমবিবি
এসপি পদমর্যাদার ৪ কর্মকর্তাকে বদলি
24-11-2022 06:50PM
