বাংলাদেশের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিলেন গোয়েন লুইস

  07-12-2022 07:24PM

পিএনএস ডেস্ক : জাতিসংঘের সদস্য হিসেবে অবাধ মতপ্রকাশ, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশ আয়োজন করতে দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। আগামী বছর জাতীয় নির্বাচন হবে এবং বাংলাদেশকে তার ওই প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস।

আগামী ১০ ডিসেম্বর মানবাধিকার দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি বাংলাদেশের প্রতিশ্রুতি বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

বিবৃতিতে তিনি বলেন, ‘এ বছর কোভিড মহামারি, ইউক্রেন যুদ্ধ এবং জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বে অসহায় মানুষেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

মানবাধিকার ডিক্লারেশনে উল্লেখ আছে—প্রতিটি মানুষ জন্মগতভাবে স্বাধীন, সম্মান ও অধিকারের দিক থেকে সমান। জাতিসংঘ সব বাংলাদেশির সঙ্গে সংহতি প্রকাশ করে।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন