বিএনপি অফিসে ককটেল নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

  07-12-2022 10:02PM

পিএনএস ডেস্ক : চাল, ডালের বস্তা এবং লাকড়ির আড়ালে বিএনপি কার্যালয়ে ককটেল আনা হয়েছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়েছে পুলিশ।

আগামী শনিবার ঢাকায় বিএনপির সমাবেশের তিনদিন আগে নয়াপল্টনে জড়ো হলে সেখানে পুলিশের সঙ্গে সংঘর্ষে একজন নিহত ও ২২ জন আহত হন। এরপর বিএনপি কার্যালয়ে পুলিশ অভিযান চালায়। অভিযান চলার মধ্যে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে আসেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, চাল, ডালের বস্তায় ভরে ককটেল আনা হয়েছে। ওইখানে বিএনপি অফিস থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে। এখানে খাবার ও চাল, ডাল, লাকড়ি জমা করা হয়েছে বলে শুনেছি।

ডিএমপি কমিশনার বলেন, উনাদের সমাবেশ ১০ ডিসেম্বর। ‘আজ তো অফিস দিবস। এরপরও বিএনপির লোকজন নয়াপল্টনে গুরুত্বপূর্ণ সড়ক দখল করেছে। যানবাহন চলাচলের বিঘ্ন ঘটিয়েছে। আজকে কোনো সমাবেশ নেই। অথচ এখানে তারা জমায়েত হবেন। এটাতো আমি মনে করি আইনানুগভাবে তারা কাজ করেননি। কোনোভাবেই নয়াপল্টনে সমাবেশ করতে দেওয়া হবে না।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন