পল্টনে চলাচল বন্ধ থাকবে যতদিন

  08-12-2022 03:40PM

পিএনএস ডেস্ক : রাজধানীর পল্টনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের পর এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে পুলিশ। ব্যারিকেড ওই এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। যতদিন এলাকাটি (পল্টন) সম্পূর্ণ নিরাপদ মনে না হবে, ততদিন এ অবস্থা বলবৎ থাকবে বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে পল্টন থানার সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার বলেন, যতক্ষণ পর্যন্ত এই এলাকা (পল্টন) পরিপূর্ণ নিরাপদ মনে না করব, ততক্ষণ এই এলাকায় যানবাহন ও জনসাধারণের চলাচল বন্ধ থাকবে।

এই মুহূর্তে এখানে (পল্টনে) রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার অবকাশ নেই বলেও জানান তিনি।।

পুলিশের কাজ শেষ না হওয়া পর্যন্ত এখানে কিছুই হতে দেওয়া হবে না বলেও জানান বিপ্লব কুমার।

প্রসঙ্গত, বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর নয়াপল্টন এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় তালাবদ্ধ রয়েছে। কার্যালয়ের মূল ফটকের বাইরে কড়া পাহারায় রয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) সকাল থেকে বিএনপি কার্যালয়ে প্রবেশ করেননি কোনো নেতাকর্মী।

বৃহস্পতিবার সকালে ফকিরাপুল মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত পুরো সড়কে চেকপোস্ট বসিয়ে নিয়ন্ত্রণ করছে পুলিশ।


পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন