পিএনএস ডেস্ক : রাজধানীর নয়াপল্টনে পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষের সময় আর্জেন্টিনার জার্সি গায়ে শটগান হাতে যে যুবককে দেখা গিয়েছে তিনি আনসার সদস্য। তিনি পল্টন থানার অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন। তার নাম মাহিদুর রহমান।
বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ওই যুবকের নাম মাহিদুর রহমান, তিনি আনসার সদস্য। তিনি পল্টন থানার অন্তর্ভুক্ত হয়ে দায়িত্ব পালন করছিলেন।
প্রসঙ্গত, বুধবার (৭ ডিসেম্বর) সংঘর্ষের পর ওই যুবকের ছবি ফেসবুকে শেয়ার করে অনেকেই তাকে ছাত্রলীগের নেতা বলে দাবি করেন। অবশেষে তার পরিচয় শনাক্ত করেছে পুলিশ। মাহিদুর রহমান নামে ওই যুবক বাংলাদেশ আনসারের সদস্য।
এর আগে পুলিশের সঙ্গে অস্ত্রহাতে ওই যুবকের অ্যাকশনের ছবি ও ভিডিও ভাইরাল হলে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
পিএনএস/এমবিবি
আর্জেন্টিনার জার্সি পরা যুবকের পরিচয় জানালেন ডিবি প্রধান
08-12-2022 05:50PM
