২০৪১ সালে মাথাপিছু আয় হবে ১২ হাজার ডলার: প্রধানমন্ত্রী

  25-01-2023 03:30AM

পিএনএস ডেস্ক : ২০৪১ সালের মধ্যে মাথাপিছু আয় ১২ হাজার মার্কিন ডলারে উন্নীত করাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে চাই। ২০৪১ সালের মধ্যে মাথাপিছু আয় ১২ হাজার মার্কিন ডলার হয় সেটাই আমাদের লক্ষ্য।

তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধশালী ও স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত করার পাশাপাশি বঙ্গবন্ধুর পরিকল্পনা অনুযায়ী জনগণকে উন্নত জীবন দেওয়ার জন্য কাজ করছে সরকার।

শেখ হাসিন বলেন, সবক্ষেত্রে কেউ পেছনে পড়ে থাকবে না। যারা পিছিয়ে আছে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে। তাদের জীবনটা সুন্দর করতে হবে।

তিনি বলেন, করোনার জন্য অনেক দেশই পিছিয়ে গেছে। আমরাও একটা ধাক্কা পেয়েছিলাম, কিন্তু আমরা মানুষকে বুঝতে দেইনি।

সরকারপ্রধান বলেন, দেশ যত দ্রুত এগুবে তত বেশি চক্রান্ত হতে পারে। যারা বাংলাদেশকে স্বাধীনতার সময় সমর্থন করেনি, তাদের সঙ্গে টেক্কা দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তারা বাংলাদেশের অগ্রযাত্রাটা পছন্দ করছে না।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন