পিএনএস ডেস্ক: ডিসি সম্মেলনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের রাজনীতি বন্ধের যে প্রস্তাব দেয়া হয়েছে তা আলোর মুখ দেখবে না বলে মত প্রকাশ করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান ও প্রফেশনাল মুভমেন্ট অব বাংলাদেশ এর আহ্বায়ক অধ্যক্ষ অ্যাডভোকেট মোঃ সেলিম ভূঁইয়া।
তিনি আজ এক বিবৃতিতে বলেন, দেশ যখন রাজনীতিতে মেধাশূন্য হয়ে যাচ্ছে, কালো টাকার মালিক, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী, গডফাদরদের হাতে যখন রাজনীতি জিম্মি তখন ডিসিদের এ ধরনের প্রস্তাব কাদের স্বার্থে করা হয়েছে তা প্রশ্নের সন্মুখীন। দিনের ভোট রাতে নেয়ার কারিগর প্রশাসনের মুখে নীতিবাক্য জনগণ শুনতে চায় না।
দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে শিক্ষক সমাজ বরাবরের মতোই সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করে যাবে ইনশাআল্লাহ। শিক্ষকদের অধিকার প্রতিষ্ঠায় শিক্ষক কর্মচারী ঐক্যজোট শিক্ষকদের পাশে আছে এবং থাকবে ইনশাআল্লাহ।
পিএনএস/আনোয়ার
'এমপিও ভুক্ত শিক্ষকদের রাজনীতি বন্ধের সরকারি নীতিমালা আলোর মুখ দেখবে না'
27-01-2023 01:51PM
