মার্চে দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

  31-01-2023 12:42AM

পিএনএস ডেস্ক : চলতি বছরের মার্চের ১ ও ২ তারিখে ভারতের জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সম্মেলনে ঢাকার পক্ষ থেকে নিজেদের ইস্যুগুলো তুলে ধরা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার (৩০ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারত এবার জি-২০ এর চেয়ারম্যান। তারা একটা ইউনিক কাজ করছে। তারা সাউথের মতামত নেওয়ার জন্য নয়টি দেশকে আমন্ত্রণ করেছে। তার মধ্যে দক্ষিণ এশিয়ায় তারা একমাত্র বাংলাদেশকে সম্মান দিয়েছে। সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী ভারতে যাবেন, যখন জি-২০ হবে।

মোমেন জানান, তারা আমাদের দাওয়াত দিয়েছেন মার্চের ১ ও ২ তারিখে নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে। এটা আমাদের জন্য বড় সম্মান। সেখানে আমাদের ইস্যুগুলো তুলে ধরব।

ফেব্রুয়ারি মাঝামাঝিতে ঢাকায় আসবেন ভারতের পররাষ্ট্র সচিব ভিনয় মোহন কৌয়াত্রার। তার সফরে আলোচনার বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, ভারতের পররাষ্ট্র সচিব আসবেন। তবে এ মুহূর্তে আমি সঠিক তারিখটা বলতে পারব না। ভারতের পররাষ্ট্র সচিব আসলে ভালো হবে। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে পারব।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন