পিএনএস ডেস্ক : পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আগামীকাল বুধবার রাজধানী ঢাকার কিছু এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পরদিন বৃহস্পতিবার নরসিংদীতে ৮ ঘণ্টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড।
আজ মঙ্গলবার তিতাসের আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। গ্রাহকদের সাময়িক এ অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা রাজধানীর মিরপুরের পূর্ব পল্লবী, সেতারা কনভেনশন সেন্টার ও আশপাশের এলাকায় আবাসিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। চাপ কম থাকতে পারে আশপাশের এলাকাতেও।
এদিকে বৃহস্পতিবার দুপুর ২টা থেকে রাত ১০টা পর্যন্ত পুরো নরসিংদী এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে। পাশ্ববর্তী এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।
পিএনএস/এমবিবি
কাল রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না
07-02-2023 09:10PM
