নির্মাণাধীন ভবন থেকে পাইপ পড়ে পথচারীর মৃত্যু

  24-03-2023 01:02AM

পিএনএস ডেস্ক : রাজধানীর খিলগাঁওয়ে নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের লোহার পাইপ মাথায় পড়ে আবুল বাছের সোহেল (৩০) নামে পথচারীর মৃত্যু হয়েছে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন বলেন, বৃহস্পতিবার বিকেলে খিলগাঁও ভুইয়াপাড়া নুরানী মসজিদের সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই পথচারী। তখন নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের লোহার পাইপ তার মাথায় পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠাই।

মৃতের বড় ভাই আবুল কাশেম স্বপন বলেন, তিনি ভুইয়াপাড়া এলাকায় স্ত্রী রোখসানা আক্তার ও ছয় মাস বয়সী মেয়েকে নিয়ে থাকতেন। আমাদের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার বটতলী গ্রামে।

তিনি বলেন, বিকেলে বাসা থেকে নুরানী মসজিদের পাশে চা খেতে গিয়েছেন। তখন পাইলিংয়ের পাইপ আমার ভাইয়ের মাথায় পড়লে ঘটনাস্থলেই মারা যান।

পিএনএস/এএ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন