প্রজাতন্ত্রের কর্মচারীরা কিছুটা আশ্বস্ত হলেও, সম্পূর্ণ খুশি হতে পারেনি

  23-05-2023 02:29PM



পিএনএস ডেস্ক: সম্প্রতি গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতি ‘বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদ’-এর দৃষ্টি আকর্ষণ হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে প্রজাতন্ত্রের কর্মচারীরা কিছুটা আশ্বস্ত হলেও, সম্পূর্ণভাবে খুশি হতে পারেনি।


গতকাল সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি মো. হেলাল উদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে বলেছেন, ১০-২০ তম গ্রেডভুক্ত কর্মচারীদের চলমান বেতন বৈষম্যসহ আর্থিক দৈনতার বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীকে অবহিত করা একান্ত প্রয়োজন। এহেন পরিস্থিতিতে বাংলাদেশ সচিবালয় ও সচিবালয়ের বাহিরে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কর্মচারী প্রতিনিধিত্বকারী সংগঠনসমূহের সম্মিলিত সংগঠন ‘বাংলাদেশ সরকারি কর্মচারী জাতীয় পরিষদ’ ২০২৩-১৪ অর্থ বছরের বাজেট অধিবেশনের আগের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সুযোগদানের জোর দাবি জানান।


চিঠিতে আরো উল্লেখ করেন, অত্র পরিষদ মনে প্রাণে বিশ্বাস করে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ পেলে প্রজাতন্ত্রের কর্মচারীদের চলমান বৈষম্যসহ চাওয়া-পাওয়ার বিষয়টি তুলে ধরার সুযোগ সৃষ্টি হবে। নিম্ন বেতনভূক্ত কর্মচারীদের দুর্দশা লাঘবে সদয় হবেন।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন