ঢাকা থেকে সিসিটিভি দেখে ব্যবস্থা, ২ জন আটক

  25-05-2023 12:53PM


পিএনএস ডেস্ক: কড়া নিরাপত্তায় গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ চলছে। নির্বাচনে কেন্দ্রে কেন্দ্রে বসানো ৪৪৩৫টি সিসি ক্যামেরার মাধ্যমে রাজধানীর আগারগাঁও থেকে সরাসরি ভোটের পরিস্থিতির ওপর নজর রাখছে নির্বাচন কমিশন।

গোপন কক্ষে প্রবেশ এবং ভোটদানে প্রভাবিত করার বিষয়টি সিসিটিভিতে দেখে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এ সময় ১০১ নম্বর কেন্দ্রে রিয়াদুল ইসলাম রিয়াজ নামে একজন আটক করা হয়।

এছাড়াও ১০৩ নম্বর কেন্দ্রে আবু তাহের নামে এক নৌকার এজেন্টকে তিনদিন আটক রাখার আদেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট।

বিষয়টি একজন নির্বাচন কমিশনার নিশ্চিত করেছেন।

পিএনএস/আনোয়ার


@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন