জাপান সফর শেষে দেশে ফিরলেন স্পিকার

  29-05-2023 05:16PM

পিএনএস ডেস্ক : জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাউজ অব রিপ্রেজেন্টেটিভস অব জাপানের স্পিকারের আমন্ত্রণে জাপান সফর শেষে দেশে ফিরেছেন।

সোমবার জাপান সফর শেষে দেশে ফিরেন ড. শিরীন শারমিন চৌধুরী।

সফরকালে জাপানের হাউজ অব রিপ্রেজেন্টেটিভসের স্পিকার হিরোইউকি হসোদা ও হাউজ অব কাউন্সিলর্সের প্রেসিডেন্ট হিদেহিসা ওতসুজির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিরীন শারমিন।

স্পিকারের সঙ্গে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ লীগের প্রেসিডেন্ট আসো তারো সৌজন্য সাক্ষাৎ করেন।

ড. শিরীন শারমিন চৌধুরী জাপান সফরকালে জাপানের ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সায়েন্স অ্যান্ড ইনোভেশন, ওসাকা একুরিয়াম কাইয়ুকান ও ওসাকা ক্যাসেল পরিদর্শন করেন। তিনি হাউজ অব রিপ্রেজেন্টেটিভস অব জাপানের স্পিকার হিরোইউকি হসোদা এবং জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদের আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করেন।

এছাড়া স্পিকারের সফরসঙ্গী হিসেবে জাপান সফর শেষে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদও দেশে এসেছেন।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন