বুধবার থেকে আবারও করোনার বুস্টার ডোজ

  30-05-2023 10:28PM

পিএনএস ডেস্ক : গত মার্চ মাসে করোনা প্রতিরোধে টিকার তৃতীয় ও চতুর্থ ডোজ দেওয়া বন্ধ ঘোষণা করে স্বাস্থ্য অধিদফতর। প্রায় দুই মাস পর আবারও চালু হচ্ছে বুস্টার ডোজ কার্যক্রম। কোভ্যাক্সের মাধ্যমে পাওয়া ফাইজারের ভ্যারিয়েন্ট কনটেইনিং (ভিসিভি) টিকা দেওয়া হবে তৃতীয় এবং চতুর্থ ডোজ হিসেবে।

মঙ্গলবার (৩০ মে) কোভিড-১৯ ফাইজার ভ্যারিয়েন্ট কনটেইনিং ভ্যাকসিন (ভিসিভি) কার্যক্রম সংক্রান্ত দিকনির্দেশনা বাস্তবায়ন প্রসঙ্গে দেওয়া এক নির্দেশনায় এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনায় বলা হয়, ১৮ বছর বয়স থেকে ঊর্ধ্বে সব জনগোষ্ঠী এই টিকা নিতে পারবেন। ২য় ডোজ কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণের কমপক্ষে ৪ মাস পর তৃতীয় ডোজ (বুস্টার) ভ্যাকসিন প্রদান করতে হবে। তৃতীয় ডোজ প্রদানের কমপক্ষে ৪ মাস পর চতুর্থ ডোজ (বুস্টার) ভ্যাকসিন প্রদান করতে হবে।

প্রসঙ্গত, গত ১ মার্চ টিকা স্বল্পতার কারণে করোনা প্রতিরোধী বুস্টার ডোজ দেওয়া বন্ধ রাখা হয়েছে। কোভ্যাক্স থেকে টিকা পেলে এক থেকে দুই সপ্তাহের মাঝে আবার তৃতীয় ও চতুর্থ ডোজের টিকা দেওয়া হবে বলে জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

পিএনএস/এমবিবি

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন