পিএনএস ডেস্ক : রাজধানীর শ্যামলীতে রূপায়ন শেলটেক ভবনের আগুনের ঘটনায় এখন পর্যন্ত ভবনটি থেকে ১৭ জনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৪ জন নারী। ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১৩টি ইউনিট।
বৃহস্পতিবার (১ জুন) রাতে এই তথ্য জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া শাখার ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, ভবনটি থেকে এখন পর্যন্ত ১৭ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এরমধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ৬ জনকে। ভবন থেকে নামিয়ে আনাদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৪ জন নারী রয়েছে। এখনো আগুন নেভানো ও উদ্ধার কাজ চলছে।
এর আগে বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে ২০তলা ভবনটির ৭ম তলায় আগুন লাগে।
পিএনএস/এএ
শ্যামলীতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট
02-06-2023 12:33AM