রাজধানীর যেসব এলাকায় শনিবার গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

  02-06-2023 11:08PM

পিএনএস ডেস্ক : গ্যাস পাইপ লাইনের জরুরি প্রতিস্থাপন ও অপসারণ কাজের জন্য রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার (৩ জুন) ৮ ঘণ্টা গ্যাস সংযোগ বন্ধ রাখবে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

শুক্রবার (২ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপ লাইনের জরুরি কাজের জন্য সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত মোট ৮ (আট) ঘণ্টা মগবাজার-মৌচাক-মালিবাগ রেলগেট পর্যন্ত এবং রেল লাইনের উত্তর পার্শ্বে নয়াটোলা, গাবতলা, গ্রীনওয়ে, পেয়ারাবাগ, মধুবাগ, মগবাজার টিএন্ডডি কলোনি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া, এ সময়ে গ্যাস লাইনে কাজের ফলে আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকতে পারে।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন