পিএনএস ডেস্ক : ভারতের ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় দুই শতাধিক মানুষের প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শনিবার (৩ জুন) এক বার্তায় তিনি এ শোক জানান।
রাষ্ট্রপতি ট্রেন দুর্ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। একইসাথে ট্রেন দুর্ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
শুক্রবার (২ জুন) তিনটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ফলে সৃষ্ট এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৮৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ১০০০ জনের বেশি আহত হয়েছেন বলে জানা গেছে।
পিএনএস/শাওন
ওড়িশায় ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতির শোক
03-06-2023 11:05PM
