ঢাকায় ফিরলেন সৌদিতে নির্যাতনের শিকার ১২ নারী

  04-06-2023 03:00AM

পিএনএস ডেস্ক : সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হওয়া ১২ নারী দেশে ফিরেছেন।

শনিবার (০৩ জুন) রাতে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক এ তথ্য জানান।

তিনি জানান, গত মে মাসে এক ব্যক্তি বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের কাছে অভিযোগ করেন যে, তার স্ত্রী ছয় মাস আগে গৃহকর্মীর কাজে সৌদি আরব গিয়েছেন। এরপর থেকে স্ত্রীর সঙ্গে তিনি যোগাযোগ করতে পারছেন না। তিনি জানতে পারেন সৌদিতে তার স্ত্রী শারীরিক ও মানসিকভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। এরপর এয়ারপোর্ট এপিবিএনের গোয়েন্দা দল বিষয়টি নিয়ে কাজ শুরু করে। এ ঘটনায় অভিযুক্ত রিক্রুটিং এজেন্সির অফিস বন্ধ করে দেওয়া হয়। প্রতিষ্ঠানটির কর্মচারীরা গা ঢাকা দেন। তারা মনে করেছে, ভুক্তভোগী নারীদের দেশে ফিরিয়ে আনলে হয়তো তারা আইনি জটিলতা থেকে মুক্তি পাবেন। যার কারণে ট্রাভেল এজেন্সিটি সৌদিতে নির্যাতনের শিকার হওয়া ১২ নারীকে দেশে ফিরিয়ে আনে।

জিয়াউল হক বলেন, অভিযোগ জানানো ব্যক্তির স্ত্রীসহ ১২ জন ভুক্তভোগী নারী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীরা জানিয়েছেন, সৌদি আরবে তারা প্রত্যেকেই বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতনের স্বীকার হয়েছেন।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন