পিএনএস ডেস্ক : রাজধানীর মতিঝিলের সেনাকল্যাণ ভবনের অষ্টম তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সোমবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রচেষ্টায় রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, মতিঝিলে সেনাকল্যাণ ভবনের অষ্টমতলায় আগুনের সূত্রপাত হয়। রাত ৮টা ৫৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পাঠানো হয়। পরে আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। এরপর রাত ৯টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
পিএনএস/শাওন
মতিঝিলের সেনাকল্যাণ ভবনের আগুন নিয়ন্ত্রণে
18-09-2023 10:17PM