পিএনএস ডেস্ক : রাজধানীতে সন্ধ্যার পর থেকে টানা কয়েক ঘণ্টা মুষলধারে বৃষ্টি ঝরছে। এতে বিভিন্ন এলাকার রাস্তা তলিয়ে গেছে। কোথাও কোথাও বন্ধ রয়েছে যান চলাচল।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যার পরই বৃষ্টি শুরু হয়। এখনও থেমে থেমে বৃষ্টি হচ্ছে।
কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে, রাজধানীর ধানমন্ডি-২৭, মিরপুর, শুক্রবাদ, আজিমপুর, মালিবাগ ও তেজগাঁওসহ বিভিন্ন এলাকায় হাঁটু এবং কোমর সমান পানি জমেছে। এতে করে অনেক স্থানে গাড়ি আটকা পড়েছে।
বৃষ্টির কারণে সন্ধ্যার পরই রাজধানীর এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তীব্র যাটজন দেখা গেছে। বাংলাদেশ নিউজিল্যান্ড মধ্যকার প্রথম ওয়ানডে পরিত্যক্ত ঘোষণা করা হয় বৃষ্টির কারণে।
পিএনএস/শাওন
রাজধানীতে মুষলধারে বৃষ্টিতে জলাবদ্ধতা, জনভোগান্তি
22-09-2023 12:53AM
