পিএনএস ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক চমকৎকার। তাদের ভিসানীতি একটি বিচ্ছিন্ন বিষয়। তবে গণমাধ্যমে ভিসানীতি আরোপ মুক্ত গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ। কারণ, আমাদের দেশের গণমাধ্যম অনেক শক্তিশালী। আর এই বিষয় নিয়েই বিএনপি ‘ছাগলের তিন নম্বর বাচ্চা’র মতো লাফাচ্ছে।
মঙ্গলবার রাজশাহী নগরীর পাঠানপাড়া শিমুলতলা মোড়ে জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন তিনি।
তথ্যমন্ত্রী বলেন, ভিসানীতিতে কাকে ভিসা দেবে, কাকে দেবে না, এটি যুক্তরাষ্ট্রের ব্যাপার। তবে গণমাধমকে কেন ভিসানীতিতে ফেলা হবে সেটি বোধগম্য নয়। আমাদের স্বাধীন গণমাধ্যমের ওপর অন্য কোনো দেশের হস্তক্ষেপ নেয়ার মতো নয়।
তিনি আরো বলেন, বিএনপি আবার ক্ষমতায় গেলে তারেক জিয়াও দেশে আসবে। এরপর সে হাওয়া ভবন ও খোয়াব ভবন তৈরি করবে। এবার দেশের ৫০০ জায়গায় নয়, ৫ হাজার জায়গায় বোমা হামলা হবে। নানা আন্দোলন-কর্মসূচিতে বিএনপি বলেছিল, আওয়ামী লীগকে টেনে ক্ষমতা থেকে নামাবে। কিন্তু এখন বিএনপিই রশি ছিড়ে পড়ে গেছে।
ড. হাছান মাহমুদ বলেন, আমাদের গণমাধ্যম অত্যন্ত স্বাধীন এবং স্বচ্ছভাবে কাজ করে। গণমাধ্যম সবসময় গণতন্ত্রের সহায়ক হিসেবে কাজ করে। সুতরাং আমাদের গণমাধ্যমের ওপর যুক্তরাষ্ট্রের ভিসানীতি কোনোভাবেই কার্যকর হতে পারে না।
পিএনএস/শাওন
যুক্তরাষ্ট্রের ভিসানীতি বিচ্ছিন্ন বিষয় : তথ্যমন্ত্রী
26-09-2023 10:25PM
