ফার্মগেটে জোড়া ককটেল বিস্ফোরণ, আহত ২

  02-12-2023 09:33PM

পিএনএস ডেস্ক: রাজধানীর ফার্মগেটের ফার্মভিউ সুপার মার্কেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই জন আহত হয়েছেন।

শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যার দিকে যানজটের মধ্যেই পাঁচ সেকেন্ডের ব্যবধানে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

বিস্ফোরণে যানজটে দাঁড়িয়ে থাকা একটি মোটরসাইকেলের দুই আরোহী আহত হয়েছেন। তাদের মধ্যে একজন বিদ্যুৎ বিভাগের কর্মী বলে জানা গেছে। আহত একজনের মাথা থেকে রক্তপাত হতে দেখা যায়। অন্যজন পেটে আঘাত পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওপর থেকে নিক্ষেপ করা ককটেল বিস্ফোরণে দুই মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার আলম খান বলেন, ককটেল বিস্ফোরণের কথা শুনেছি। ঘটনাস্থলে কাজ করছে পুলিশ।

পিএনএস/সোহান

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন