সাড়ে ৪ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু, সিডিউল বিপর্যয়

  07-12-2023 11:00PM

পিএনএস ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হওয়ার প্রায় সাড়ে ৪ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা থেকে এক লাইন দিয়ে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ার হোসেন।

এর আগে বিকেল পৌনে ৫টার দিকে স্টেশনের আউটারের কাছে নাখালপাড়া এলাকায় আখাউড়া থেকে কমলাপুরমুখী তিতাস কমিউটার ট্রেনটি দুর্ঘটনার শিকার হয়। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ক্রেনের আঘাতে ওই ট্রেনের ইঞ্জিনসহ বগি তিনটি লাইনচ্যুত হয়।

স্টেশন মাস্টার আনোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে তারাকান্দিগামী যমুনা এক্সপ্রেস (৭৪৫) রাত ৯টা ৩০ মিনিটে ছেড়ে গিয়েছে। দুর্ঘটনার পরে ছেড়ে যাওয়া প্রথম ট্রেন এটি। প্রথমে মিটারগেজ লাইনের ট্রেনগুলো ছেড়ে যাবে। ২০টির মতো ট্রেন অপেক্ষমাণ।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন