শেষ ছুটির দিনে বইমেলা ছিল জমজমাট

  24-02-2024 02:31AM



পিএনএস ডেস্ক: সাপ্তাহিক শেষ ছুটির দিনে জমজমাট হয়ে উঠেছে বইমেলা। বিপুল ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতিতে প্রাণ ফিরে পেয়েছে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যান।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে মেলার প্রবেশদ্বার সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।

বইমেলায় ছুটির দিন মানেই শিশু-কিশোরদের জন্য থাকে শিশুপ্রহর। এদিন বেলা ১১টার দিকে শুরু হয় শিশুপ্রহর। চলে দুপুর ১টা পর্যন্ত। শিশুপ্রহরে সিসিমপুরের ইকরি, হালুম, টুকটুকি আর সিকুর সঙ্গে নেচে-গেয়ে ব্যস্ত সময় পার করে তারা। পাশাপাশি স্টলে ঘুরে ঘুরে পছন্দের বই সংগ্রহ করে ক্ষুদে পাঠকরা। শিশুদের ট্রাফিক সচেতনতা বাড়াতে ডিএমপি ও জাইকার আয়োজনে শিশুদেরকে বিভিন্ন ট্রাফিক সিগন্যালসহ সড়কে চলাচলের নিয়মকানুন শেখানো হয়।

এদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেলায় ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতিও বাড়তে থাকে। এদিন বইমেলার শেষ শুক্রবার হওয়ায় বিকেলের দিকে মেলায় বইপ্রেমীদের চাপ একটু বেশিই লক্ষ্য করা গেছে। প্রতিটি স্টলেই ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কেউ বই দেখছেন, কেউ পছন্দের লেখকের সঙ্গে ছবি তুলছেন, আবার অটোগ্রাফ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

বিক্রেতারা বলেন, বইমেলার আজ শেষ শুক্রবার হওয়ায় অন্য যেকোনো শুক্রবার থেকে ক্রেতা-দর্শনার্থীর সংখ্যা বেশি। তাই বিক্রিও ভালো হচ্ছে। সন্ধ্যায় মেলায় বইপ্রেমীদের উপস্থিতি আরও বাড়বে বলে মনে করছেন তারা।

পিএনএস/শাওন

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন