করোনা আক্রান্ত ডিবির হারুন

  27-02-2024 10:37AM

পিএনএস ডেস্ক: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ করোনা আক্রান্ত হয়েছেন। সোমবার রাতে তিনি এ খবর জানান। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেইজেও তিনি করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, হঠাৎ করে করোনা আক্রান্ত হোলাম। সুস্থতার জন্য দোয়া চাই।

এদিকে ডিবি সূত্রে জানা গেছে, করোনা পজিটিভ আসার পরে বর্তমানে বাসায় বসে চিকিৎসা নিচ্ছেন হারুন। করোনা আক্রান্ত হওয়াতে মঙ্গলবার পুলিশ সপ্তাহ-২০২৪ এ তিনি অংশগ্রহণ করতে পারবেন না।

পিএনএস/আনোয়ার

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন