পিএনএস ডেস্ক : সমুদ্রের গভীর নিম্নচাপটি শনিবার (২৫ মে) সন্ধ্যায় ঘূর্ণিঝড় রেমালে পরিণত হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর দিকে এগিয়ে আসছে। রোববার (২৬ মে) ভোর নাগাদ ঘূর্ণিঝড়ের অগ্রভাগ উপকূলে আঘাত হানতে শুরু করবে।
এদিকে আবহাওয়া দফতর আগেই বলেছিল ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
এ অবস্থায় সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরেছে। সন্ধ্যা ৭টার পর বাড্ডা, ভাটারা, বারিধারা, গুলশান-২, বনানী ও শ্যামলী এলাকায় বৃষ্টি এবং আশপাশের বিভিন্ন এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টির খবর পাওয়া গেছে।
পিএনএস/শাওন
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টি
25-05-2024 10:42PM