কুরবানি দিতে গিয়ে রাজধানীতে অর্ধশত আহত

  17-06-2024 05:30PM



পিএনএস ডেস্ক: পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে রাজধানীসহ সারাদেশেই চলছে পশু কুরবানি। রাজধানীতে ১২ লাখ পশু কোরবানি হবে বলে মনে করছে সিটি করপোরেশন। আর এই কুরবানি দিতে গিয়ে নানাভাবে আহত হচ্ছেন মানুষ।

সোমবার সকাল থেকে শুধু রাজধানীতেই অন্তত ৫৫ জন আহত হয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন জরুরি বিভাগের (ভারপ্রাপ্ত) আবাসিক সার্জন ডা. আমান বলেন, এখন পর্যন্ত আহত অবস্থায় আমাদের এখানে প্রায় ৫৫ জন এসেছেন। সবাইকে সেলাই ও চিকিৎসা দেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে সকলে চলে গেছেন। এখনো কাউকে ভর্তি করা হয়নি।

হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া গণমাধ্যমকে বলেন, ঢাকার বিভিন্ন এলাকা থেকে আহত অবস্থায় ৫৫ জন জরুরি বিভাগে এসেছেন। কুরবানি দিতে গিয়ে তারা বিভিন্নভাবে আহত হয়েছেন।

উল্লেখ, ২০২৩ সালে রাজধানীতে পশু কুরবানি দিতে গিয়ে অন্তত দুই শতাধিক মানুষ আহত হয়েছিলন।


পিএনএস/এমএইউ

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন