খিলগাঁওয়ের রেস্টুরেন্টে আগুন

  14-07-2024 01:07AM

রাজধানী ঢাকার খিলগাঁওয়ে ‘খানাস’ নামে একটি রেস্টুরেন্টে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ জুলাই) রাত ৯টার পর রেস্টুরেন্টের রান্নাঘরে এ ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডের পর পুরো ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। আগুন নেভাতে গিয়ে দুইজন কিছুটা দগ্ধ হয়েছেন বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু তার আগেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে।

@PNSNews24.com

আপনার মন্তব্য প্রকাশ করুন